বিগত দিনের কথায় আমি যাবো না, কিন্তু আগামীতে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন এই হাসপাতাল থেকে, সভাধিপতি
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পশ্চিম বঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত ও রাজ্যের সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানে অনন্য কর্মসূচি দুয়ারে সরকার।সপ্তম পর্যায়ের সেই কর্মসূচির কাজকর্ম দেখতে মঙ্গলবার জেলার দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বক্রেশ্বর, লোবা গ্রাম পঞ্চায়েতের তরুলিয়া এবং হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন বীরভূম জেলা পরিষদের নব নির্বাচিত সভাধিপতি কাজল সেখ।দুয়ারে সরকার পরিদর্শন শেষে
হঠাৎই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালেও পরিদর্শনে চলে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। হাসপাতালের সমস্ত বিভাগগুলি ঘুরে দেখেন।এমনকি সরাসরি বেডে শুয়ে থাকা রোগীদের সাথে হাসপাতালের পরিষেবা নিয়ে জিজ্ঞাসা করলে রোগী বা রোগীর আত্মীয়রা জানান, হাসপাতালে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে। পরিদর্শন করার সময় হাসপাতালের অন্যান্য বিভাগগুলোর ন্যায় শৌচালায় গুলোও কেমন অবস্থায় রয়েছে তা দেখতে ঢোকেন। কিন্তু শৌচালয়গুলি নোংরা, আবর্জনায় ভর্ত্তি রয়েছে। কেন নোংরা অবস্থায় রয়েছে তা তিনি জানতে চান দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডলের কাছে। তাঁকে বলেন, রোগীদের ঠিকঠাক পরিষেবা দেন। সব ক্ষেত্রে সঠিক কাজ বা ১০০ শতাংশ কাজ করেছে এটা বলবো না। পরিকাঠামো বা পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ত্রুটি আছে বলে স্বীকার করে নেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বিগত দিনে কি হয়েছে, না হয়েছে দেখতে আমি যাবো না। কিন্তু আগামী দিনে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন এই হাসপাতাল থেকে সেটা দেখে নেবেন। বিগত ৭-৮ বছর ধরে বন্ধ হওয়া এক্সরে মেশিন ও ইসিজি নিয়ে প্রশ্নের উত্তরে জানান, বিগত দিনে কি হয়েছে সেই চ্যাপ্টার ক্লোজ করুন। কিন্তু এরপর থেকে যে দিনগুলো আসছে অবশ্যই এলাকার মানুষ এই হাসপাতাল থেকে উন্নত পরিষেবা পাবেন।