মঙ্গলকোটে প্রকল্প পরিদর্শনে ডিএম প্রিয়াঙ্কা সিংলা

Spread the love

মঙ্গলকোটে প্রকল্প পরিদর্শনে ডিএম প্রিয়াঙ্কা সিংলা

সেখ রাজু , মঙ্গলকোট

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে সাতসকালে হঠাৎ আবির্ভাব জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার । সাধারণ মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যেই এই আগমন । প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট ভেরিফিকেশন এবং তৈরি হওয়া বাড়ি পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । রাজ্যজুড়েই গত দু বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকার সার্ভে হয়েছিল । সেই তালিকা প্রকাশও হয়েছে কিন্তু নানান প্রশ্ন উঠেছে সেই তালিকাকে ঘিরে । কেন্দ্র সরকার জানিয়েছে তালিকা নতুন ভাবে সার্ভে করবে আশা কর্মী ,অঙ্গনওয়ারীকর্মী ও ভিলেজ পুলিশ । এরপরই নিরাপত্তা অভাব বোধ করছে বলে জানান এই সমস্ত কর্মীরা । সেই বিষয়ে গত সোমবার আশা কর্মীদের মঙ্গলকোট বিডিও অফিসের ডেপুটেশনের পর উপভোক্তাদের বাড়িতে হাজির পূর্ব বর্ধমানের জেলাশাসক । সঙ্গে ছিলেন ডেপুটি সেক্রেটারি বর্ধমান জেলা পরিষদ, মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট ব্লক বি আই ও সৌরভ ব্যানার্জি, জে.পি.ও দিব্যেন্দু দত্ত, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান শান্ত সরকার ।
তালিকা ধরে বাড়ি বাড়ি সার্ভে করলেন ডি.এম প্রিয়াঙ্কা সিংলা । মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের,
নতুনহাট, কলাইডাঙ্গা ও আদিবাসী পাড়াতে তিনি ঘুরে ঘুরে তালিকা ধরে সার্ভে করেন । সার্ভে করা হয় হাপেন মনি মুর্মু, গদাধর মাঝি, হৃদয় মাঝি, বিজয় বাক্সি, মেঘনাথ দাস, মানিক সাঁতরা, মুনাই শেখ প্রমুখ উপভোক্তাদের বাড়িতে ।

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, লিস্ট অনুযায়ী সার্ভে করলাম । মানুষের নানান সমস্যার কথা শুনলাম । । সাধারণ গরিব মানুষ যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে পূর্ণ দৃষ্টি থাকবে আমাদের এবং আশা কর্মীদের উদ্বিগ্ন বিষয়ে জানান বিভিন্ন অঞ্চলে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সকলের সাথে সাথে আমারও পরিপূর্ণ দায়িত্ব আছে । সেই দায়িত্ব থেকে কোনমতেই পিছপা হবো না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *