মনসা পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২২ জন।

Spread the love

মনসা পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২২ জন।

সাধন মন্ডল বাঁকুড়া :-বড়জোড়ার পখন্না গ্রামে মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু মানুষ। সঙ্গে সঙ্গে তাদের ধৈর্যরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

  স্থানীয় সূত্রে জানা যায় পখন্নার কল্যাণপুর হাট তলার বাসিন্দা অলোক পাত্রের বাড়ির মনসা পূজায় গ্রামের বেশ কয়েক জন নিমন্ত্রিত ছিলেন। তাছাড়া গ্রামের পুজোতে প্রায় সমস্ত গ্রামবাসীরাই অংশগ্রহণ করেন ওখানে প্রসাদ খাওয়ার পর গত মঙ্গলবার পাত্র পরিবারের একাধিক সদস্যের পাশাপাশি গ্রামেরও একাধিক শিশু সহ বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। বমি ও পায়খানার উপসর্গ নিয়ে তাদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পর্যায়ক্রমে স্থানীয় বিধায়ক অলোক মুখার্জী, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল সহ অন্যান্যরা অসুস্থদের দেখতে হাসপাতালে যান। এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

   বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডল বলেন, পখন্না গ্রামের ওই ঘটনায় তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত প্রসাদে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

বিধায়ক অলোক মুখার্জী বলেন, অসুস্থদের চিকিৎসা চলছে। খুব দ্রুত প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। এই ঘটনায় গ্রামের মানুষের মধ্যে একটু আতঙ্ক দেখা দিয়েছে তাদের সেই আতঙ্ক কাটাতে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ হাজির হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *