ভারতরত্ন ইঞ্জিনিয়ার দিবস পালন মন্তেশ্বরে

Spread the love

সেখ সামসুদ্দিন

ইঞ্জিনিয়ারদের কাছে আর পাঁচটা দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা। কারণ এই দিনেই জন্মেছিলেন ভারতরত্ন ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার |
আমরা ৫ই সেপ্টেম্বর শিক্ষক তথা প্রয়াত রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম দিবসে যেমন “শিক্ষক দিবস” পালন করি, ঠিক তেমনই ১৫ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার জন্ম দিনটিকে “ইঞ্জিনিয়ার দিবস” হিসেবে সারাদেশে পালিত হয় |
ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার যিনি ভারতের ইতিহাসে ইঞ্জিনিয়ারিং এর নতুন পথের দিশা দেখিয়ে ছিলেন। তার পরিকল্পনায় তৈরি করা বিভিন্ন নিদর্শন যা ভারতবর্ষের অদ্ভুত কৃতিত্বের স্বাক্ষী বহন করে চলেছে। তিনি শুধু ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি একজন মহান সমাজসেবী রূপে ধরা দিয়েছিলেন ভারতবর্ষের বুকে। সুতরাং শিক্ষক, ডাক্তারদের মত ইঞ্জিনিয়ারদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই যায়। তাই তো আজ এই মহান ইঞ্জিনিয়ারের জন্ম দিবসে ‘ইঞ্জিনিয়ার দিবস’ পালন করা হল মন্তেশ্বর ব্লকের বিডিও অফিসে। কর্মরত ইঞ্জিনিয়াররা একত্রিত হয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও বিডিও বিপ্লব দত্তকে সম্বর্ধনা দেন। পাশাপাশি মন্তেশ্বর বিডিও অফিসের সমস্ত কর্মীবৃন্দকে মিষ্টিমুখ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *