সেখ সামসুদ্দিন
মেমারি সম্মিলনী ক্লাবের উদ্যোগে ২৪ ঘন্টার সিদ্ধান্তে লকডাউন চলাকালীন তৃতীয় দফার রক্তদান শিবির করা হয়। বর্ধমান শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৪০ জনের রক্ত নেওয়া হয়। সমিতির অন্যতম সদস্য মহঃ আবু হোসেন জানান লকডাউন পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে হঠাৎ সিদ্ধান্তেই রক্তদান শিবির করা হয়। এদিন কোন মহিলার রক্ত নেয়া হবেনা সিদ্ধান্ত নিলেও একজন মহিলা চলে আসায় তার রক্ত নেওয়া হয়। তিনি আরও জানান মানুষের ভালবাসায় এধরণের কাজ করতে কোন সমস্যা হয়না। একটা ম্যাসাজেই মানুষ রক্ত দিতে আসেন। এদিন উপস্থিত ছিলেন চার নং ওয়ার্ড বিদায়ী কাউন্সিলর শ্যামল সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।