রাইপুরে জগদ্ধাত্রী পূজো উপলক্ষে কুমারী পুজো।
সাধন মন্ডল বাঁকুড়া:—-রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আজ মহা অষ্টমীর দিন অনুষ্ঠিত হলো কুমারী পুজো। যে কুমারী মেয়েটিকে মাতৃরূপে পুজো করা হলো সে হলো সিমলাপাল ব্লকের লক্ষী সাগরের বাসিন্দা ।বাবার নাম জগন্নাথ মায়ের নাম চৈতালি কুমারী মা রূপে যাকে পুজো করা হলো তার নাম হলো শ্রীতমা চঁদ। পুজো কমিটির সম্পাদক অশোক কুমার দে বলেন এটি আমাদের রাইপুর এলাকার নতুন সংযোজন ।জগদ্ধাত্রী পুজো একটি রাইপুরে হয় দীর্ঘ দিনের পুরানো সেটি পারিবারিক পুজো। সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এ বছরই প্রথম শুরু হলো রাইপুর সবুজ সংঘ মাঠে। বাবা জগন্নাথ ও মা চৈতালি বলেন তাদের মেয়েকে কুমারী পুজোর মঞ্চ বসানো তারা খুশি। সবেই মা জগদ্ধাত্রীর ইচ্ছা। তার ইচ্ছেতেই আমার মেয়ে আজ কুমারী পুজো পেল।
