লোকপুর থানা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানা পুলিশের পক্ষ স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রামে চলছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। সেরূপ বৃহস্পতিবার আমলাকুড়ি ও আলিয়ট গ্রামে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতের মরশুমের প্রাক্কালে শীতবস্ত্র পেলেন আমলাকুড়ি গ্রামে ৩০ জন এবং আলিয়ট গ্রামে ৪২ জন অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। কনকনে শীত পড়ার আগেই শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার দুই
এ এস আই নয়ন ঘোষ ও প্রশান্ত রায়। আগামী দিনে লোকপুর থানার অন্যান্য গ্রামগুলোতে শীতবস্ত্র বিতরণ হবে বলে সূত্র মারফত জানা যায়।