মল্লারপুর থানা অভিযান কর্মসূচি বাম কংগ্রেসের

Spread the love

মল্লারপুর থানা অভিযান কর্মসূচি বাম কংগ্রেসের

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ভোটের দিনক্ষণ সরকারি ভাবে ঘোষিত না হলেও যেন রাজনৈতিক ভাবে একটি অলিখিত দিনক্ষণ ঘোষণা হয়েগেছে।সেই পরিপ্রেক্ষিতে মাঠে ময়দানে চলছে মিটিং মিছিল ইত্যাদি কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক জমি দখল।উল্লেখ্য আজকের মিটিং এ সরাসরি ভোটের শ্লোগানে বাজার এলাকা মুখরিত করে তোলে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের জোট সমর্থিত প্রার্থীদের ভোট দিন। ভোট দিন বাঁচাতে,তারা হাতুড়ি কাস্তে। ভোট পাবে কারা, কাস্তে হাতুড়ি তারা ইত্যাদি শ্লোগানের মধ্যে জনগণের কাছে ভোটের আবেদন করতে শোনা যায়।ঘটনাটি ময়ূরেশ্বর-১ নম্বর ব্লকের মল্লারপুর থানায় বাম কংগ্রেসের পক্ষ থেকে মল্লারপুর থানা অভিযান কর্মসূচি পালন করা হয় বুধবার সেই মিছিল থেকেই ওঠে এই আওয়াজ।”শাসকের আইন নয়, আইনের শাসন” প্রতিষ্ঠার দাবিতেই মূলত কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়। এদিন থানা অভিযানের মূল দাবি ছিল অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করতে হবে। দল দাসত্ব নয়, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে । আজকের বাম কংগ্রেসের আহ্বানে মল্লারপুর থানা অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ, সঞ্জীব মল্লিক, অরূপ বাগ, অশোক রায়, ধীরেন লেট, কংগ্রেসের পক্ষে সৈয়দ কাসফোদ্দোজা প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *