শান্তিনিকেতনের বিশ্ব বাংলা হাটে শুরু হলো গান্ধী শিল্প বাজার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে শান্তিনিকেতনের বিশ্ব বাংলা হাটে শুরু হলো গান্ধী শিল্প বাজার l সারা দেশের বিভিন্ন শিল্পীরা তাদের হস্তশিল্প এবং তাঁতের বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন সেখানে । মেলা চলবে সপ্তাহব্যাপী তথা আগামী ২৮ শে অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সমস্ত দোকান বাজার খোলা থাকবে বলে জানা যায়।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ভারতীর শিল্পসদনের অধ্যাপক অরবিন্দ মন্ডল , জেলা শিল্প অধিকর্তা সৌমেন দত্ত , রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশেষ অতিথিবর্গ ।বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তৃপ্তি দেবী বলেন একজন সাধারণ কাঁথা শিল্পী থেকে কীভাবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি ঘটেছে সে কথাই অন্যান্য হস্ত শিল্পীদের সম্মুখে তুলে ধরেন। জেলা শিল্প আধিকারিক সৌমেন দত্ত বলেন , আল্পনা সোলা ও বাটিক শিল্প যাতে জি আই তকমা পাই সেই চেষ্টা চালানো হচ্ছে l শিল্পীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা অবগত করেন উপস্থিত কর্মকর্তারা তাদের বক্তব্যের মাধ্যমে।