সাতচল্লিশে শব্দের ঝংকার

Spread the love

সাতচল্লিশে শব্দের ঝংকার

শনিবার শিয়ালদহ কৃঞ্চফদ ঘোষ হলে শব্দের ঝংকার পত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশ হয়েছে।কথা সাহিত্যিক অমর মিত্র ও রাম কুমার মুখোপাধ্যায় পত্রিকার সাফল্যের কথা তুলে ধরেন।বলেন লিটলম্যাগ হল লেখক তৈরীর আঁতুর ঘর।সাময়িক এই পত্রিকা সাহিত্য জগতের একটি যে মাইন ফলক সে কথাগুলোও বলেছেন তাহারা।এদিন পত্রিকার তরফে সম্মানীয় সাহিত্যিকদের স্মারক দিয়ে সংবর্ধনা জানান হয়। স্বাগত ভাষণ দেন সম্পাদক ও সাংবাদিক নুরুল ইসলাম খান।ড, সমরেন্দ্র ঘোষ,কবি ও সাংবাদিক গালিব ইসলাম,নব গোপাল চৌধুরী বক্তব্য পেস করেছেন। স্বপন পাল সভা পরিচালনা করেন। সুনীল মুখোপাধ্যায়,প্রতুল মুখোপাধ্যায় ও সমস্ত সাহিত্য সহযোদ্ধাদের প্রতি একমিনিট শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমবেত সঙ্গীত দিয়ে সভার সূচনা করেন শীবেন গুহ, চন্দনা কুন্ডু,রুপা দত্ত চৌধুরী ও ময়ুরাক্ষী। বিভিন্ন পত্রিকার সম্পাদক,কবি লেখকরা দূর দূরান্ত থেকে অনুস্ঠানে উপস্থিত হয়েছিলেন। স্বরচিত কবিতা পাঠে ছিলেন সুদিপা সাহা,অমর কুমার দাস,ড,শুভদীপ ব্যানার্জী,সোমা নায়ক, লোপামুদ্রা কুন্ডু, অভিষিক্তা দে,দীলিপ কংসবনিক,চামেলী দাস, শুভাশিস চ্যাটার্জী ও জুয়েলা ব্যানার্জী সহ অসংখ্য কবি।আবৃত্তি করেন হাসিনা আনজুম মোনালিসা, অন্তরা ঘোষ কর্মকার, আলিম সরদার, তিতলি রায় ছাড়াও অনেকে। গান ও মনোজ্ঞ আলোচনা ও কাব্য পরিবেশনায় সভা সমৃদ্ধ হয়ে ওঠে।
এবারের সংখ্যায় পত্রিকায় লিখেছেন বিশিষ্ট ভাষাবিদ ড, পবিত্র সরকার ও বিশিস্ট জনপ্রিয় কবি সুবোধ সরকার সহ নামকরা লেখকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *