২৫ লিটার অবৈধ চোলাই ও সাইকেল সহ ধৃত-১, লোকপুর থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বীরভূমের বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকার গ্রামগুলোতে ঢুকে পড়ছে চোলাই পাচারকারীরা । সেরূপ বৃহস্পতিবার লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড রাজ্যের বাগডহরী থানা এলাকার দিক থেকে এক সাইকেল আরোহী চোলাই মদ পাচারের উদ্দেশ্যে লোকপুরের পথে ঢুকছে। স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে এসআই প্রবীর কুমার মন্ডল অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং চলাকালীন রাত্রি ৮ টা নাগাদ ঝাড়খণ্ড দিক থেকে আগত সাইকেল আরোহীকে সন্দেহবশত আটক করে এবং তল্লাশি অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই উদ্ধার করে। অবৈধ চোলাই ও সাইকেলটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। ধৃতের পরিচয়ে জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামের দুলাল বাগ্দী (৫৯)।পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকে চোলাই নিয়ে স্থানীয় থানার রুপুষপুর গ্রামের রাজু বাগ্দী ও রবীন বাগ্দী নামক দুই ব্যক্তির কাছে চোলাই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।