পঞ্চদশ রাঢ় বাংলা কবিতা উৎসব

Spread the love

দারকানাথ দাস,

সাহিত্য সভায় সভাপতি ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি বিকাশ বিশ্বাস। পঞ্চদশ রাঢ় বাংলা কবিতা উৎসবের উদ্বোধক ছিলেন একাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখিকা রত্না রসিদ। তাকে বরণ করেন সম্পাদক দীপঙ্কর বিশ্বাস। পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে জীবন কৃতি সম্মাননা জানানো হয়। কবি সনৎ ভট্টাচার্য কবি উদয় শঙ্কর অধিকারী নৃত্য শিল্পী অরুনিমা মুখোপাধ্যায় ও নৃত্য শিল্পী জয়েন্তী মোদককে এবং বিশিষ্ট চিকিৎসক ও কবি অভয় সামন্তকে। উৎসবকে ধন্যবাদ জ্ঞাপন করে ভাষণ দেন সভাপতি বিকাশ বিশ্বাস, মিনতি গোস্বামী, দীপঙ্কর বিশ্বাস এবং উদ্বোধক রত্না রসিদ মহাশয়া। মোট অংশগ্রহণ কারী ছিলেন 120 জন কবি সাহিত্যিক ও গুণী শিল্পী। কবিতা পাঠ আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে দুই সঞ্চালক ব্রততী আলি ও মৈয়ীত্রি সিংহরায়। সর্বাঙ্গসুন্দর ও সার্থক একটি অনুষ্ঠানে কবিতার জয়ই সূচিত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *