আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ২ দুষ্কৃতী
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই বীরভূম জেলার কাঁকরতলা থানার পুলিশের জালে ধরা পড়ল দুজন দুষ্কৃতী। সেখ রাজা এবং সেখ আলাউদ্দিন ওরফে লাদেন দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র কারবার করতো বলে পুলিশ সূত্রে খবর। সেখ রাজা ঝাড়খন্ডের ঘোড়ামারা ও সেখ আলাউদ্দিন ওরফে লাদেন কাঁকড়তলার বাসিন্দা। দুজনেই আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার করতো এবং ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে বিক্রি করতো বলে পুলিশ জানিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরবেলায় ঝাড়খন্ড লাগোয়া বড়রা গ্রামের আলার মিলের কাছে হাতেনাতে দুই দুষ্কৃতীকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।এদিনই ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। কাঁকরতলা থানার পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশী হেফাজত চাওয়া হলে দুবরাজপুর আদালতের বিচারক ৪ দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।