সেখ সামসুদ্দিন
এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে নাজেহাল রাজ্যবাসী। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং এই করোনা আবহের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। অনেকেই কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন করোনার বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে। আর এই সকল বীর পুলিশ সদস্যদের সম্মান প্রদর্শনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা সেপ্টেম্বর একটি বিশেষ দিনের কথা ঘোষণা করেছিলেন |
কোভিড কালে পুলিশের যে ভূমিকা তাকে শ্রদ্ধা জানানোর জন্য সারা বাংলা জুড়ে ১লা সেপ্টেম্বরের পর থেকে তাদের সম্মান জ্ঞাপন করা হচ্ছে। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ, জ্ঞানেন্দ্র সিং, অভিজিত ভট্টাচার্যের মত বেশকিছু দামাল ছেলে দেবীপুর স্টেশন হাই স্কুলে পালন করল ‘পুলিশ দিবস’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি এক নম্বর তৃণমূল যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, দেবীপুর স্টেশন হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মানস ঘোষ, স্কুল পরিচালন কমিটির সদস্য জয়দেব সিং, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে যাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তারা হলেন, মেমারি থানার ভারপ্রাপ্ত এসআই জয়দেব দে সহ মেমারি থানার দুর্গাপুর অঞ্চলে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের। তাদের হাতে ফুল, মাস্ক ও ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সম্মান জানাতে পেরে উদ্যোক্তারা যেমন গর্বিত, তেমনই আগামী দিনে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাও দূর হবে বলে মনে করেন তারা।।