শুভদীপ ঋজু মন্ডল,
রাইপুরে কয়েকজন যুবকের প্রচেষ্টায় লাভ ইউ রাইপুর নামে একটি সংগঠন লকডাউনে অসহায় দুস্থ ও গরিব মানুষদের খাবারের ব্যবস্থা করে চলেছে। গত বৎসর 84 দিন এই ব্যবস্থা চালু ছিল। এবারে লকডাউন শুরু থেকেই তারা অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। তাদের এই কাজে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চাকুরীজীবীরা ও বিভিন্ন গণসংগঠন। আজ রাইপুর ব্লক গ্রামীন সম্পদ কর্মীরা লাভ ইউ রাইপুরের কর্মকর্তা বিশ্বজিৎ সাহু ও তুহিন সরকারের হাতে 6000 টাকা তুলে দিলেন সংগঠনের সভাপতি সমরেশ রায়