পূর্বহলীতে সারা দিনের কবি সন্মেলন ও বই প্রকাশ
দীপঙ্কর চক্রবর্তী ,
রবিবার পূর্বস্হলীর তেলিনিওপাড়া প্রজ্ঞা সামাজিক শিশু শিক্ষানিকেতন প্রাঙ্গনে কবি স্বপন চক্রবর্ত্তীর আয়োজনে সারা দিনের মনোজ্ঞ গ্রামীন স্বরচিত কবিতা পাঠের অনুষ্টান হয়ে গেলো।দীপঙ্কর চক্রবর্ত্তী উদ্বোধনী সংগীতের পার কবিতা পাঠ কবিতা নিয়ে আলোচনা শুরু হয়।এই দিন এই সভায় কবি সুদীপ্ত পালের লেখা কাব্যগ্রন্হ আগুনের জলকুঁড়ি,স্বপন চক্রবর্ত্তী সম্পাদিত ছয়লাপ,নিমাই দেবনাথ সম্পাদিত সৃজনী কবি তারকেশ্বর চট্টরাজ মহাশয়ের হাত দওয়ে প্রকাশিত হয়।ফুল ফলের বাগানে শোভিত,ছবির কোলাজে ভরা মাটির সুন্দর প্রাঙ্গনে এই দিনের কবি সন্মেলন অগনিত দূরদূরান্তের অগনিত কবি,লেখকদের উপস্হিতিতে প্রানবন্ত হয়ে ওঠে।কালনা,কাটোয়া,জিড়াট,বলাগড়,নবদ্বীপ, পারুলিয়া,বর্ধমান,বোলপুর,পূর্বস্হলীর ৫০ জন কবি লেখক এই সন্মেলনে তাদের লেখা কবিতা,আলোচনা,গান,নাচে অংশ নেন।এই সভায় কবিতা পাঠ করেন কবি সুশান্ত মিত্র,রমা দেবনাথ,ভগবাহাদর সিং,অশোক দত্ত,অলোক দত্ত,শম্পা খাতুন,চিন্ময়ী চ্যাটার্জী,নিমাই দেবনাথ,রামকৃষ্ন ঘোষ,বিকাশ দাস,সুদীপ্ত পাল,পীযূষ দে,অনিন্দ দাস,পল্লব ঘোষাল,নরেশ মল্লিক সহ আরো অনেকে।