রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে সবুজ ধ্বংস করে পৌরসভা কতৃক উৎসব বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন
শেখ রিয়াজউদ্দিন,বীরভূম:- বীরভূম জেলার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার যে মাঠ, তাকে সম্পূর্ণ ধ্বংস করে, সর্বনাশ করে রামপুরহাট পৌরসভা যে তথাকথিত পৌর উৎসবের আয়োজন করতে চলেছে তারই বিরোধিতা করে সোমবার বিক্ষোভ মিছিল ও ধর্না অবস্থান করে রামপুরহাট মহকুমা শাসক অফিসের সামনে।সিপিআইএম প্রভাবিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং ছাত্র সংগঠন এস এফ আই এর পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়।উল্লেখ্য আগামী ১লা থেকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত রামপুরহাট পৌরসভার উদ্যোগে পৌর উৎসবের আয়োজন করা হয়েছে।সেই সমস্ত অনুষ্ঠান বন্ধ তথা উৎসবের নামে মচ্ছব বন্ধ করার দাবি জানিয়ে উক্ত দুই সংগঠনের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি এই অনুষ্ঠানের মাধ্যমে রামপুরহাট মহকুমার একমাত্র ক্রীড়া সংস্থার মাঠের সবুজ সম্পন্ন ধ্বংস হয়ে যাচ্ছে, মাঠের ও সর্বনাশ করে ছাড়ছে। পাশাপাশি আরও দাবি রামপুরহাট মহকুমার একমাত্র সাংস্কৃতি অনুষ্ঠান মঞ্চ রক্তকরবী দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায়। সেখানে লাইট চেয়ার বেহাত হয়ে গেছে। এমনকি সেটির তালাও খোলা হয় না।অথচ আরেকটি স্টেডিয়াম ধ্বংস করে উৎসব পালন করার অর্থ কী? লক্ষ লক্ষ টাকা খরচ করে যে উৎসব হচ্ছে সেই টাকার উৎস কি? যদি সরকারি টাকা হয়, তাহলে রক্তকরবী মঞ্চ সংস্কার হচ্ছে না কেন? সেই দাবির প্রেক্ষিতে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়, উৎসব বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয় দুটি সংগঠনের পক্ষ থেকে। এদিন উক্ত দাবির পরিপ্রেক্ষিতে সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন একান্ত সাক্ষাৎকারে সেই সমস্ত কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।