জঙ্গলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবৈধ কয়লা উদ্ধার লোকপুর থানা এলাকায়
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:-ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার লোকপুর থানা এলাকার সগড়ভাঙ্গা জঙ্গলের বিভিন্ন স্থান থেকে ফের অবৈধভাবে মজুদকৃত কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায় বুধবার রাত ভোর পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার সগড়ভাঙ্গা জঙ্গলের নানা প্রান্ত থেকে প্রায় ১৬ টন অবৈধভাবে মজুদকৃত কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য গত জানুয়ারি থেকে এপর্যন্ত লোকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০৫ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে।যারমধ্যে অভিনবত্ব হিসেবে কাঁকরতলা থানা এলাকা থেকে বালি ভর্তি ট্রাকের মাঝে কয়লা ভর্তি একটি ১৬ চাকার ট্রাক আটক করে।এছাড়াও ফলের ট্রে সাজানো পিকআপ ভ্যানের মধ্যে কয়লা,মারুতি ভ্যান সহকারে কয়লা পাচার এবং সাইকেল সহযোগে কয়লা পাচার করতে গিয়ে বিভিন্ন স্থান থেকে পুলিশ অবৈধ কয়লা আটক করে।সেই সাথে অবৈধ কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের লোকপুর থানার সীমান্তবর্তী মুড়াবেড়িয়া গ্রামের পাঁচ জন কে পুলিশ আটক করে বলে সূত্রের খবর।