প্রতিবন্ধী পড়ুয়াদের পাশাপাশি সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যেও সংবর্ধনা প্রদান, প্রতিবন্ধী সংস্থা কর্তৃক
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পড়াশোনার মান উন্নয়নে তথা পড়াশোনার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পাশাপাশি সাধারণ পড়ুয়াদের মধ্যেও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা করা হয় এক প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে। জানা যায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির উদ্যোগে নলহাটি বালিকা বিদ্যালয়ে আয়োজিত জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী প্রতিবন্ধী পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। কৃতী পড়ুয়াদের হাতে বিভিন্ন পুরস্কারের সাথে সাথেই আর্থিক সহায়তাও প্রদান করা হয়।উল্লেখ্য একজন দৃষ্টিহীন পড়ুয়াকে তার পড়াশোনার স্বার্থে মোবাইল সেট দেওয়া হয় বলে জানা যায়। এছাড়াও নলহাটি শহর এলাকার সমস্ত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে প্রথম স্থানাধিকারীদেরও সংবর্ধনা দেওয়া হয়।বিশেষ উল্লেখ্য মোট পুরস্কার প্রাপকের সংখ্যায় ছেলেদের তুলনায় মেয়েরা দ্বিগুণ পুরস্কৃত হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা সম্পাদক বদরুদ্দোজা শেখ, নলহাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান,নলহাটি বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক আনারুল হক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাচ পরিয়ে আরজিকর ঘটনার প্রতিবাদে সামিল হতে দেখা যায়। যেখানে ব্যাচের মধ্যে লেখা ছিল -“সব প্রতিবন্ধীর এক স্বর- জাস্টিস ফর আরজিকর”।