গৃহহীন পরিবারের প্রতি সাহায্যের হাত অশোক হাজারার
সেখ রাজু,
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরার মানবিক দৃষ্টিভঙ্গির নিদর্শনে নতুন এক পালক সংযোজন হল । বর্ষার জলে ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা আজিজুল মণ্ডলের মাটির বাড়ি বর্ষার জলে পড়ে যায় । এতে গৃহহীন পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অশোক বাবু । পরিবারের বর্তমান পরিস্থিতি দেখতে মুরাতিপুর গ্রামে হাজির হলেন সমাজসেবী অশোক হাজরা । গৃহহীন আজিজুল মন্ডলের পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিলেন । আবাস যোজনায় এই পরিবার ঘর না পাওয়ায় অশোক হাজরা সমগ্র বিষয়টি নজর দিয়ে অতি হজেই পরিবারের সমস্যা যাতে সমাধান হয় তার জন্য যাবতীয় করণীয় কাজ করবেন বলে জানান ।
এলাকাবাসীদের দাবি একটাই, আবাস যোজনা প্রকল্পে যে অর্থ গ্রহণযোগ্য হবে, প্রথম পর্বেই যেন এই পরিবারের সদস্যরা অর্থ পায় সেদিকে ব্লক প্রশাসন যাতে নজর দেয় ।