বর্তমান যুব সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরস্বতী পুজোর থিম ভাবনায় পরিস্ফুট

Spread the love

বর্তমান যুব সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরস্বতী পুজোর থিম ভাবনায় পরিস্ফুট

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বর্তমান যুবসমাজ যখন পাঠ্য বই ও খেলার মাঠ ছেড়ে দিয়ে মোবাইল, কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়ায় সারাদিন ব্যতিব্যস্ত সেই সময়ই বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোহালিয়ারা গ্রামের যুবসমাজ পরিচালিত নিউ জংশন সংগঠনের পক্ষ থেকে সরস্বতী পুজোয় থিম ভাবনায় ফুটিয়ে তুলল রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহজ পাঠের প্রতিচ্ছবি। উল্লেখ্য নিউ জংশন সংগঠনের সরস্বতী পুজো এবছর ১২ তম বর্ষে পদার্পণ করল। সেই হিসেবে এবছর তাদের ১২ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। স্বভাবতই নিউ জংশনের যুব সদস্যদের এই থিম ভাবনা একদিকে যখন সহজপাঠ রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযোগ্য মর্যাদার আসনে আসীন করেছেন ঠিক অন্যদিকে যুবসমাজই যুব সমাজকে বই পড়ার এবং খেলার মাঠের প্রতি আগ্রহ বাড়ানোর বার্তা দিচ্ছে থিমের মাধ্যমে। নিউ জংশনের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে এলাকায় এক মিলন মেলার রূপ নিয়েছে গোহালিয়ারা সহ আশেপাশের অঞ্চলের মানুষের সমবেত মিলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *