সেলস এম্পোরিয়াম পূর্ব ভারতে তাদের প্রথম প্লাটিনাম স্টোর উদ্বোধন করল বারাসাতে

Spread the love

সেলস এম্পোরিয়াম পূর্ব ভারতে তাদের প্রথম প্লাটিনাম স্টোর উদ্বোধন করল বারাসাতে

কবিরুল ইসলাম,

কলকাতা: ১৯৬৪ সাল থেকে বাড়ির ইলেকট্রনিক্স ও লাইফস্টাইল পণ্যের এক বিশ্বস্ত নাম সেলস এম্পোরিয়াম গর্বের সঙ্গে ঘোষণা করল তাদের বারাসাত প্লাটিনাম স্টোর-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন, যা পূর্ব ভারতের প্রথম প্লাটিনাম আউটলেট হিসেবে ব্র্যান্ডের এক ঐতিহাসিক মাইলফলক।

ছয় দশকেরও বেশি সময় ধরে গুণমান, আস্থা ও উদ্ভাবনের প্রতীক হিসেবে সেলস এম্পোরিয়াম বাংলা জুড়ে অসংখ্য পরিবারের অংশ হয়ে উঠেছে। নতুন বারাসাত প্লাটিনাম স্টোর সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যাচ্ছে, আধুনিক রুচির গ্রাহকদের জন্য এক অনন্য শপিং অভিজ্ঞতা, যেখানে রয়েছে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল পণ্য ও ব্যক্তিগতকৃত পরিষেবার এক অনন্য সংমিশ্রণ।

এই প্লাটিনাম স্টোরটিতে আরও যুক্ত হয়েছে অঞ্চলের প্রথম ‘বিপিএল স্টোর-ইন-স্টোর’ কনসেপ্ট, যেখানে প্রদর্শিত হচ্ছে বিপিএলের এক্সক্লুসিভ কালেকশন, যা আধুনিক প্রযুক্তি ও সমকালীন ডিজাইনের নিখুঁত মেলবন্ধন ঘটিয়ে আজকের প্রজন্মের পরিবর্তিত প্রয়োজন মেটাবে।

উদ্বোধনের দিনে সেলস এম্পোরিয়ামের মালিক মিঃ মনোজ জৈন বলেন,
“আমরা অত্যন্ত আনন্দিত বারাসাতে আমাদের প্রথম প্লাটিনাম স্টোর খুলতে পেরে। এটি আমাদের ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহক আস্থার যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৬৪ সাল থেকে সেলস এম্পোরিয়াম মান ও মূল্যের প্রতিশ্রুতি দিয়ে আসছে, এবং এই নতুন স্টোর সেই ঐতিহ্যকে এক প্রিমিয়াম রূপে জীবন্ত করে তুলেছে। বিপিএল স্টোর-ইন-স্টোর অভিজ্ঞতার মাধ্যমে আমরা পূর্ব ভারতের রিটেল সেক্টরে উৎকর্ষের নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”

বারাসাত প্লাটিনাম স্টোর শুধু একটি খুচরো বিক্রয় কেন্দ্র নয়, এটি উদ্ভাবন, ঐতিহ্য ও গ্রাহক সন্তুষ্টির এক উৎসব, যা গত ৬০ বছর ধরে সেলস এম্পোরিয়ামের পরিচয়কে গড়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *