দশহারা পুজো উপলক্ষ্যে মনসা মন্দিরের শুভ উদ্বোধন 

Spread the love

দশহারা পুজো উপলক্ষ্যে মনসা মন্দিরের শুভ উদ্বোধন 

সেখ রাজু,

দশহারা পুজো উপলক্ষ্যে মনসা মন্দিরের শুভ উদ্বোধন এবং মহাদেব ও মনসা দেবীর মূর্তি প্রতিস্থাপন হয় ভাতারের নিত্যানন্দপুর গ্রামে 

। সমাজসেবী তথা গ্রামের ছেলে জিতু সিং এবং গ্রামের সকলের পরিপূর্ণ সহায়তায় মন্দিরের শুভ উদ্বোধন ও দেবী মূর্তি স্থাপন করা হয় । জানা গেছে ভাতারের নিত্যানন্দপুর গ্রামটি একটি দীর্ঘ প্রাচীন গ্রাম । এই গ্রামে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয় । বিংশ শতাব্দী থেকে মনসা পূজো হয়ে এলেও মন্দির তৈরি চিন্তাভাবনা অনেক সময় নিলেও অর্থের অভাবে তা সম্পূর্ণ হয়নি । জিতু সিং এর পরিপূর্ণ সহায়তায় নিত্যানন্দপুর গ্রামে মনসা মন্দির তৈরি হয় এবং শুশুনিয়া পাহাড় থেকে মহাদেব ও মনসা দেবীর মূর্তি নিয়ে এনে সমগ্র গ্রাম পরিক্রমা করার পর স্থাপন করা হয় । তিনদিনের অনুষ্ঠানে ধর্মীয় আচার ব্যবহার, নাম সংকীর্তন, পূজা পার্বণ এবং শেষ দিনে কয়েক হাজার পুণ্যার্থীদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয় ।

প্রধান আয়োজক জিতু সিং বলেন, -‘ছোটবেলা থেকেই দেখে আসছি মা কাকিমারা মনসা দেবীর পূজা করছে । ঝড় বৃষ্টির সময় পুজো করতে অনেক বেগ পেতে হতো । ঈশ্বরের কৃপায় এবং মনসা দেবীর ইচ্ছায় গ্রামের সকলকে নিয়ে মনসা দেবীর মন্দির প্রতিষ্ঠা করা হলো । প্রতিদিন মনসা দেবীর আরাধনার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হবে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *