ঈদে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর
কাজী নূর।। মুসলমান সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। এই ৫ দিন বেনাপোল এবং ভারতের পেট্রোপোল বন্দরের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান।
কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এবং বন্দর সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল বুধবার পবিত্র লাইলাতুল কদরের ছুটি, ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি। ২১ ও ২২ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ২৩ এপ্রিল ঈদ উল ফিতরের ছুটিতে বন্ধ থাকবে দুই দেশের মধ্যে আমদানি রফতানি সংক্রান্ত সকল কার্যক্রম। ২৪ এপ্রিল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম চালু করা হবে।
এদিকে বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। স্বাভাবিকভাবে বেনাপোল বন্দরে পণ্যজট সমস্যা আছে তার উপর লম্বা ছুটির কারনে আমদানি রফতানি বাণিজ্যে বিরুপ প্রভাব পড়বে এবং একই কারনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। সীমান্তের দুপারে ট্রাকজট বাড়বে বলেও মনে করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল চেকপোস্ট থেকে কোলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। সে কারণে আমদানি রফতানির ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রথম পছন্দ বেনাপোল বন্দর। তাই বেনাপোল বন্দরকে নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রণয়ন সময়ের প্রয়োজন।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ১৯ এপ্রিল বুধবার থেকে ২৩ এপ্রিল রবিবার পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা হলেও ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল পেট্রাপোলের মধ্যে সকল আমদানি রপ্তানি কার্যক্রম। কাস্টমস এবং বন্দরের কর্মকর্তা কর্মচারী নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওয়ানা হবেন। তারপর সরকারি নির্দেশনা থাকায় ঈদের তিন দিন আগে এবং পরে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখায় বন্দর থেকে কোনো পণ্য খালাস হবে না। অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে দেশের বাড়িতে যাবেন। সব মিলিয়ে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর।
অপরদিকে বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক আব্দুল জলিল জানান, ১৮ এপ্রিল বিকেল থেকে ঈদের ছুটি হয়ে যাচ্ছে। ছুটিতে বন্দরের কার্যক্রম ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে বন্দর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আলাপকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারনে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় হয়ে থাকে। সে কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।