বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রকাশ্য সভা

Spread the love

বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রকাশ্য সভা

সেখ সামসুদ্দিন, ১৮ জুনঃ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রকাশ্য সভা মেমারি পৌর শহরে। মেমারি চকদিঘী মোড় সংলগ্ন এলাকায় মঞ্চবেঁধে এই সভা করা হয়। প্রধান বক্তা ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সেখ মহঃ ওয়াইজুল হক, পূর্ব বর্ধমান জেলা অবজারভার দেওয়ান আনিসুর রহমান, জেলা সভাপতি ডাঃ মহঃ কোরবান আলী সেখ, ব্লক সভাপতি ডাঃ নওসার হালদার সহ রাজ্য, জেলা ও ব্লকের সংগঠনের নেতৃত্ব, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সভাপতি বার্তা দেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। মানুষ যারা অবহেলিত যারা বঞ্চিত তাদেরকে পাশে থেকে সহায়তা করে কাজ করবেন। কারো যদি কোন সমস্যা থাকে স্থানীয় নেতৃত্বকে না বলতে পারলে বুদ্ধিজীবী মঞ্চের কাউকে যোগাযোগ করলে বা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন। একই সঙ্গে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে আসার পথে মেমারি নুদীপুর মোড়ে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মাল‍্যদান করেন রাজ‍্য সভাপতি ওয়াইজুল সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *