নীট পরীক্ষায় সর্বভারতীয় সাফল্য মেমারির শুভ্রদীপ ঘোষের

Spread the love

সেখ সামসুদ্দিন, ১৯ জুনঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ের ছাত্র ও মেমারি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইলামপুর নিবাসী শুভ্রদীপ ঘোষ বাংলা তথা দেশের কাছে মুখ উজ্জ্বল করলো। ২০২৩ নীট পরীক্ষায় ৭০১ নম্বর পেয়ে ১৯৩ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক অর্জন করে সাড়া ফেলেছে। তার এই র‍্যাঙ্কে পিতামাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আনন্দিত। শুভ্রদীপ ঘোষ এই বিদ্যালয় থেকেই মাধ্যমিক পাশ করে ২০২১ সালে ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অর্জন করে ২০২৩ এ উচ্চমাধ্যমিকে ৪৭৭ নম্বর পায় এবং নীট পরীক্ষায় ১৯৩ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক। তার ইচ্ছা ভুবেনশ্বর অল ইন্ডিয়া মেডিকেল সাইন্স থেকে এমবিবিএস পড়া। শুভ্রদীপ পড়াশোনার বাইরে ফুটবল খেলতে ও রবীন্দ্র সংগীত গাইতে পছন্দ করে। উল্লেখ্য এই শুভ্রদীপের দাদা শঙ্খদীপ ঘোষ এই বিদ্যালয় থেকেই সাত বছর আগে ৬৬৬ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে এবং উচ্চমাধ্যমিকে ৪৮১ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অর্জন করেছিল। এবং তৎকালীন সময় জয়েন এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেলে ১৩৭৫ র‍্যাঙ্ক করে এবং কলকাতা ইএসআই জোকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ইন্টার্নশিপ করছে। এই কৃতী দুই ভাই শুভ্রদীপ শঙ্খদীপের বাবা প্রদীপ কুমার ঘোষ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ের বোটানি শিক্ষক এবং মা গৃহবধূ। বাবা-মায়ের প্রচেষ্টা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় আজ শুভ্রদীপ এই সাফল্য অর্জন করে বলে দাবি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী এই ছাত্রকে নিয়ে গর্বিত এবং এই ছাত্রকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আরো ভালো সাফল্য পেতে উদ্বুদ্ধ করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *