বাংলা অ্যাকাডেমির জীবনানন্দ সভাঘরে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

Spread the love

বাংলা অ্যাকাডেমির জীবনানন্দ সভাঘরে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

সেখ সামসুদ্দিন, ১১ জুনঃ পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির জীবনানন্দ সভাঘরে দুই মহান লেখকের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান করা হয় গতকাল সন্ধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং হেরিটেজ ইন্সটিটিউট অফ টেকনোলজির অধ্যক্ষ কল্যাণ ভারতী ট্রাস্টের সিনিয়র ডাইরেক্টর অধ্যাপক ডঃ বাসব চৌধুরী। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কলকাতার প্রাক্তন শেরিফ ডাঃ স্বপন কুমার ঘোষ এবং নদীয়ার বিল্বগ্রামের মদনমোহন তর্কালঙ্কার স্মৃতি রক্ষা কমিটির প্রেসিডেন্ট এবং বাংলা একাডেমির সচিব ডাঃ বাসুদেব মন্ডল। এদিন বুকস হেভেনস পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ডঃ অসিতাভ দাস ও ডঃ সুব্রত বিশ্বাসের রচিত ‘কালের প্রহরী বিদ্যাসাগর’ এবং ডঃ লক্ষ্মণ ঘোষের রচিত ‘বেঙ্গল রেনেসাঁ : মদনমোহন তর্কালঙ্কার এন্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ বই দুটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সূচনায় বৈদিক মন্ত্র উচ্চারণ করেন সুনন্দা ভট্টাচার্য‍্য এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিভবেন্দু ভট্টাচার্য‍্য। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন যাদবপুর লাইব্রেরীর লাইব্রেরিয়ান ডঃ সগুনা দত্ত ও শিক্ষক বিভবেন্দু ভট্টাচার্য‍্য। অনুষ্ঠানে পরিবেশন করেন শুভ্রনীল ঘোষ ওরফে আর্য এবং বিভবেন্দু ভট্টাচার্য‍্য। ‘কালের প্রহরী বিদ্যাসাগর’ নামাঙ্কিত বইটির দুই লেখক হলেন কল‍্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক এবং ‘বেঙ্গল রেনেসাঁ : মদনমোহন তর্কালঙ্কার এন্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ বইটির লেখক ডঃ লক্ষ্মণ ঘোষ হলেন হুগলীর মগরা এলাকার গোয়া জিয়াউল হক ইন্সটিটিউশনের বর্তমান শিক্ষক এবং মেমারি ১ ব্লকের গন্তার বি এম ইন্সটিটিউশনের প্রাক্তন শিক্ষক। লক্ষ্মণবাবুর গবেষণা বিষয় ছিল মদনমোহন তর্কালঙ্কার। তিনি মদনমোহন তর্কলঙ্কারকে বিশ্বের দরবারে তুলে ধরতে ইংরেজিতে বইটি লেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *