পিতৃ দিবসে জলতেষ্টা, নিবারণে প্রচেষ্টা

Spread the love

পিতৃ দিবসে জলতেষ্টা, নিবারণে প্রচেষ্টা

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- প্রখর রৌদ্রের দাবদাহে এলাকা দাউ দাউ করছে। মাঠে-ঘাটে পুকুরে কোথাও নেই জল, যেন শুধু তাপ নির্গত হচ্ছে। আকাশ ও উত্তপ্ত এক পশলা বৃষ্টির অপেক্ষায় সমস্ত মানুষজন অপেক্ষায়।গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে এক পশলা বৃষ্টির প্রয়োজন। পথে-ঘাটে বেরিয়ে তাপপ্রবাহের জেরে মানুষের জলচেষ্টাও বাড়ছে প্রচন্ড। একটু ঠান্ডা পানীয় জলের জন্য চতুর্দিকেই তাকিয়ে চলে দৃষ্টি। সেই রকম পরিস্থিতির মধ্যেই পড়েছে আজকে পিতৃ দিবস। সেই দিবসকে স্মরণ করতে দুবরাজপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা উদ্যোগ নিয়েছে পথযাত্রীদের জলচেষ্টা নিবারণের চেষ্টা। সেই উদ্যোগকে কার্যকরী করতে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যবৃন্দ দুবরাজপুর শহরের জনবহুল এলাকা পাকুড়তলা মোড়ে ঠান্ডা পানীয় জল বিতরণ করে। সেখানে দুবরাজপুর শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম এলাকা থেকেও মানুষজন বাজার সহ বিভিন্ন কেনাকাটা ও অফিসের কার্যের স্বার্থে জনসমাগম লক্ষনীয়।তাদের কথা ভেবে মূলত আজকে এখানে ঠান্ডা পানীয় জল বিতরণের ব্যবস্থা করা হয়। পথযাত্রীদের সকলের হাতেই ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়।এব্যাপারে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যাশিবানন্দ মহারাজ প্রচেষ্টার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।প্রখর রোদে মানুষ যে জলের জন্য হাঁপিত্বেষ হয়ে গেছে, সেই সাথে মানুষের জল তেষ্টার ও কথা শোনান। আগামী দিনে তারা যেন আরো ভালো কাজে সামিল হয় তার কামনা করেন। পাশাপাশি সংস্থার কর্ণধার অভীক মিশ্র জানান পিতৃ দিবসকে সামনে রেখে এবং প্রখর রৌদ্রে পথ চলতি মানুষজনের কথা ভেবে দেড় হাজার ঠান্ডা পানীয় জলের বোতল দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে মানুষের সমাগম বেশি সেই জায়গাটাকে চিহ্নিতকরণ করে শিবিরের মাধ্যমে সেখান থেকে জল বিতরণ করা হয়, একটু জলচেষ্টা নিবারণের চেষ্টা, উদ্যোগে প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *