যৌথ মঞ্চের অবস্থান কর্মসূচি নয় দফা দাবির ভিত্তিতে, সিউড়িতে

Spread the love

যৌথ মঞ্চের অবস্থান কর্মসূচি নয় দফা দাবির ভিত্তিতে, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে আজ ২৮ শে এপ্রিল রাজ্য ব্যাপী শুরু হয়েছে অবস্থান কর্মসূচী।তারই অঙ্গ হিসেবে আজ জেলার সদর সিউড়িতে ও যৌথ মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়। জেলা পরিষদের সম্মুখে মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি চলে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তার আগে দুপুর বারোটাতেই সিউড়ি রেডক্রস সোসাইটির সামনে থেকে একটি সুসজ্জিত মিছিল সহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লেকার্ড হাতে সিউড়ি শহর পরিক্রমা করে এবং প্রশাসন ভবনের সামনে জমায়েত হন। আজকের অবস্থান বিক্ষোভ থেকে যে সমস্ত দাবী দাওয়া গুলো তোলা হয়- তার মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ প্রদান, সমস্ত শূন্য পদে স্বচ্ছতার ভিত্তিতে স্থায়ী নিয়োগ, অস্থায়ী বা ঠিকা কর্মচারীদের স্থায়ীকরণ, জাতীয় শিক্ষানীতি বাতিল, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠ পরিচালনা, ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি রোধ সহ নয় দফা দাবি তুলে আজকের এই অবস্থান কর্মসূচি বলে সংগঠন সূত্রে জানা যায়।এদিন অবস্থান মঞ্চের মধ্যে গণনাট্য পরিচালিত নাটক ও গণসঙ্গীত পরিবেশিত হয়। একান্ত সাক্ষাৎকারে যৌথ মঞ্চের বীরভূম জেলার আহ্বায়ক সৌমেন চ্যাটার্জী তাদের বিভিন্ন দাবি-দাওয়াসহ আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *