শিল্পপতি  মুস্তাক হোসেনের শিক্ষার প্রসারে ভূমিকা নিয়ে বই প্রকাশে কবীর সুমন সহ অন্যান্যরা

Spread the love

শিল্পপতি  মুস্তাক হোসেনের শিক্ষার প্রসারে ভূমিকা নিয়ে বই প্রকাশে কবীর সুমন সহ অন্যান্যরা

শফিকুল ইসলাম দুলাল, 

সাপ্তাহিক নুতন গতি পত্রিকার প্রকাশনা বিভাগের  উদ্যোগে মানবতাবাদী মুস্তাক হোসেনের নামে বই প্রকাশ হল কলকাতার  রবীন্দ্রসদন শিশির মঞ্চে।গত রবিবার সন্ধেবেলায় বই প্রকাশের  এই অনুষ্ঠানে বই উন্মোচন করেন প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট গায়ক কবীর সুমন, উপস্থিত ছিলেন শিল্পপতি মোস্তাক হোসেনের কন্যা তথা জিডি হসপিটালের সিও মোশারেফা হোসেন, প্রাক্তন সংসদ তথা লেখক মইনুল হাসান, অধ্যাপক কুমারেশ চক্রবর্তী, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপিকা নীলাঞ্জনা  গুপ্তা, প্রাক্তন বিচারপতি তথা  সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইন্তাজ আলি শাহ  সহ বিশিষ্ট অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা করেন ‘সাপ্তাহিক নতুন গতি’ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নূর। পরোপকারী  মুস্তাক হোসেন তার যা অবদান সে বিষয় নিয়ে বিভিন্ন বক্তা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। মুস্তাক সাহেব দেশের বাইরে থাকায় তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তাঁর বার্তা দর্শকদের   সামনে তুলে ধরেন তাঁর মেয়ে। সভা শুরুতে  মওলানা আজাহার কেরাত পাঠ করেন । শিল্পী পলাশ চৌধুরী বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা গান মোহাম্মদ নাম জপেছিলি গেয়ে দর্শকদের মন জয় করে নেন। ‘নতুন গতি’র সম্পাদক ইমদাদুল হক নূর বলেন -‘  কেন মুস্তাক সাহেবকে নিয়ে বই লেখা’ তার বিস্তারিত ব্যাখ্যা করেন। কবির সুমন মুস্তাক সাহেবের শিক্ষা প্রসারে অবদান উল্লেখ করেন। কিভাবে একটা পিছিয়ে পরা জাতি এগিয়ে চলেছে তার মুল কান্ডারী  হিসাবে মুস্তাক হোসেনের ভূমিকা তুলে ধরা হয়। নিজের বাবা সম্বন্ধে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন মোশারেফা হোসেন।  উল্লেখ্য,  রাজ্যের প্রথম সারির শিল্পপতি মুস্তাক হোসেন অত্যন্ত নীরবে বছরের পর বছর গরীব মেধাবী পড়ুয়াদের শিক্ষায় যুক্ত রয়েছেন। এই বইটির লেখক নুরুল আমিন বিশ্বাস।যিনি গতবছর মারা গেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *