মোল্লা জসিমউদ্দিন,
দীর্ঘদিন পর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হাসপাতালে ‘স্থায়ী’ বিএমওএইচ পদে নিয়োগ ঘটলো।গত ২ রা মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় ৬৬ জনের বদলী ইস্যু হয়েছে। সেখানে ২৫ নং সিরিয়ালে মঙ্গলকোট বিএমওএইচ পদে ডক্টর মনোতোষ বিশ্বাস কে নিযুক্ত করা হয়েছে। তিনি কোচবিহার জেলায় কর্মরত ছিলেন। বছর কয়েক আগে সর্বশেষ ‘স্থায়ী: মঙ্গলকোট বিএমওএইচ হিসাবে ডক্টর প্রণয় ঘোষ ছিলেন।মাঝখানে এই হাসপাতালে নানান অনিয়মের অভিযোগ শোনা যায়।
বিস্তারিত আসছে…