যুগ সাগ্নিক পত্রিকা থেকে প্রথম পুরষ্কার পেলো ‘ নক্ষত্র সমাধি ’

Spread the love

যুগ সাগ্নিক পত্রিকা থেকে প্রথম পুরষ্কার পেলো ‘ নক্ষত্র সমাধি ’


অন্তরা সিংহরায়

কলকাতা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন যুগ সাগ্নিক মানেই সামান্য হলেও অন্যরকমের কিছু করে ওঠার প্রচেষ্টা করে থাকে। কবি ও সাহিত্যিক সম্পাদক প্রদীপ গুপ্ত ও সম্পাদক মন্ডলীর এই প্রচেষ্টা চিরকাল অভিনবত্বের দাবী রেখে চলেছে। আজ ৪ঠা জুন রবিবার বিকেল চারটের সময় কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল যুগ সাগ্নিক পুরষ্কার প্রদান অনুষ্ঠান। প্রধানত ২২ – ২৩ বর্ষে প্রকাশিত গল্প সংকলন ও কাব্যগ্রন্থ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন চন্দ্রিকা বন্দোপাধ্যায়, সোনালী মুখার্জি ভট্টাচার্য ও নির্মাল্য বিশ্বাস প্রমুখ।

২০২২ – ২০২৩ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ প্রতিযোগিতায় প্রথম স্থান পেল সঞ্জয় কুমার মুখোপাধ্যায় লেখা কাব্যগ্ৰন্থ ‘নক্ষত্র সমাধি’। এই প্রতিযোগিতায় যুগ্ম ভাবে প্রথম হলেন‌ কবি ও সাহিত্যিক নির্মাল্য বিশ্বাস, দ্বিতীয় হন মৈত্রয়ী পাল কর্মকার, তৃতীয় ফটিক চৌধুরী।
২০২২ – ২০২৩ সালে প্রকাশিত গল্পগ্রন্থ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম নিবেদিতা ঘোষ মার্জিত দ্বিতীয় মৌসুমি বন্দ্যোপাধ্যায়, তৃতীয় সবিতা বিশ্বাস।
২০২২ – ২৩ সালে প্রকাশিত প্রবন্ধগ্রন্থ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সুস্মিতা সাহা। গল্প আড্ডায় অনুগল্প প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

সেইরকম গল্প আড্ডায় যারা বিজয়ী হলেন তাদের পুরস্কার দেওয়া হলো।সেরা পাঠক হিসাবে পুরষ্কৃত হলেন ভজন দত্ত ও ইলা হাইত দে।অনুষ্ঠানটিকে নাটক, নৃত্য ও সংগীত মনোরম করে তোলে।এই ভাবেই বাংলার একাধিক সাহিত্য পত্রিকা অনুপ্রাণিত করছেন কবি – সাহিত্যিক ও পাঠকদের । যা সত্যিই এক দৃষ্টান্তের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *