ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে নজরুল জয়ন্তী
অন্তরা সিংহরায়:
‘ আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায় ’।ডায়মন্ড হারবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল নজরুল জয়ন্তী। কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার উদ্যোগে বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক ডাঃ ইয়ারনবী গায়েন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কবি ও সাংবাদিক সাকিল আহমেদ।
কাজী নজরুল ইসলাম আজ এই মূল্যবোধ হীন সমাজ ব্যবস্থা য় কতটা প্রাসঙ্গিক সে প্রসঙ্গে বলেন কবি প্রাণনাথ শেঠ, বঙ্কিম পুরস্কার পাওয়া সাহিত্যিক
ঝড়েশ্বর চট্টোপাধ্যায়,প্রাবন্ধিক আবু রাইহান, কবি রফিক উল ইসলাম, সাংস্কৃতিক খবর সম্পাদক কাজল চক্রবর্তী,কবি সৌমিত বসু ও কবি তাপস রায়।
নজরুলের গান বিশেষ করে গজল, ইসলামী গান ও শ্যামা সংগীত প্রসঙ্গে আলোকপাত করেন কবি অরুণ কুমার চক্রবর্তী ও সাহিত্যিক রাধাপ্রসাদ ঘোষাল।
বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে কবিতাটি আবৃত্তি করেন মানসী সাধু খাঁ।শিশুদের উৎসাহ দানে লিচুচোর আবৃত্তি করেন পারভিন জাহানারা।ক্ষমা কর হজরত কবিতাটি আবৃত্তি করেন ডঃ দ্যুতি দত্তগুপ্ত।
৮৬ জন কবি ও শিল্পীর সমৃদ্ধ উচ্চারণে নজরুল জয়ন্তী অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সভাপতি সাকিল আহমেদ ও কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার সহ সম্পাদক নীপা চক্রবর্তী।
উদ্বোধনী সংগীত ওরে ও নীল যমুনার জল গেয়ে মুগ্ধ করেন শিল্পী পূর্বাশা মন্ডল।
কাবার জিয়ারতে তুমি যাও মদিনায় যাও মদিনায় গায়েন শিল্পী অপু সরখেল।
কামাল পাশা আবৃত্তি করে মুগ্ধ করেন অভিনেত্রী সর্বাণি চট্টোপাধ্যায়।
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গায়েন মোজাম্মেল দপ্তরী।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি খায়রুল আনাম, অরুণ পাঠক, গৌতম মন্ডল, বিশ্বজিৎ নন্দী, অমলেন্দু বিকাশ দাস, ডঃ খগেশ্বর দাস, সৈকত ঘোষ, দেবদুলাল পাঁজা প্রমুখ।
সভার শুরুতে করমন্ডল এক্সপ্রেসে নিহত যাত্রীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন
করা হয়।