নজরুল জয়ন্তী উপলক্ষে সম্মাননা প্রদান করা হবে কবি ফারুক আহমেদকে
কবিরুল ইসলাম।
নজরুল চর্চা কেন্দ্র বারাসাতের পক্ষ থেকে আগামী ৩০ মে ২০২৩ মঙ্গলবার বিকেল ৩.০০ টের সময়ে মৌলালী যুব কেন্দ্রের বিবেকানন্দ হলে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।
নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল উদ্দীন জানিয়েছেন,
এবছর নজরুল জয়ন্তী উপলক্ষে সম্মাননা প্রদান করা হবে কবি-গবেষক ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ বেশ কয়েকজনকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। ৬ ষ্ঠ বার্ষিক আন্তর্জাতিক নজরুল উৎসব ২০২৩ আয়োজিত অনুষ্ঠানের আকর্ষণ নজরুল জয়ন্তী, গুণীজন সম্বর্ধনা, পুরস্কার প্রদান, পুস্তক ও স্মারণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ভরে উঠবে।
সাতজনকে সম্মাননা প্রদান করা হবে এদিন।
১.গবেষণা: ড. দেবশ্রী ঘোষ বিশ্বাস, সহযোগী অধ্যাপক, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন।
২.প্রতিবেশী দেশ: লায়ন ছিদ্দিকুর রহমান, ঢাকা, বাংলাদেশ।
৩.সাহিত্য সংগঠক: ড. সাইফুল্লা, অধ্যাপক, আলিয়া বিশ্ববিদ্যালয়, সম্পাদক: আলিয়া সংস্কৃতি সংসদ।
৪.তরুণ প্রতিভা: ফারুক আহমেদ, লেখক-গবেষক ও সম্পাদক উদার আকাশ।
৫.নজরুল চর্চা কেন্দ্রের প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা:
আয়ুব আলি, সাংবাদিক।
৬.নজরুল চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণে তৎপর সংস্থা:
মহঃ ইনাস উদ্দিন, সম্পাদক, সুজন বাসর, গ্ৰেস কটেজ, কৃষ্ণনগর, নদিয়া।
৭.সদানন্দ বিশ্বাস, নজরুলগীতির হিন্দি অনুবাদক।