ভারতের গৌরবময় ইতিহাস এবং জীবনযাত্রার উদযাপন ফিরে দেখতে প্রবাদ প্রতিম চলচ্চিত্র গুলির প্রদর্শন করা হবে আইলিড চলচ্চিত্র উৎসবে

Spread the love

ভারতের গৌরবময় ইতিহাস এবং জীবনযাত্রার উদযাপন ফিরে দেখতে প্রবাদ প্রতিম চলচ্চিত্র গুলির প্রদর্শন করা হবে আইলিড চলচ্চিত্র উৎসবে

পারিজাত মোল্লা,

Kolkata 26th May 2023: ইনস্টিটিউট অফ লিডারশিপ, এন্ত্রেপ্রেনিউরশিপ এবং ডেভেলপমেন্ট (iLEAD) এর নির্মাণ ইউনিট আইলিড ফিল্মস তাদের আসন্ন আইলিড ফিল্ম ফেস্টিভালের সূচনার কথা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছে যা আগামী ২৬ শে মে থেকে ৩০ মে পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে চলবে। কলকাতার তপসিয়ায় আইলিড প্রেক্ষাগৃহে আয়োজিত ওই চলচ্চিত্র উৎসবে দর্শকেরা আইলিড ফিল্মসের নির্মিত সেরা ছায়াছবিগুলি দেখার সুযোগ পাবেন। মানবিক আবেগ থেকে দেশের গৌরবময় ইতিহাস সব ছুঁয়ে যাওয়া হবে ওই নানা স্বাদের চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে।  

উৎসবের রোজনামচা:

আইলিড ফিল্মস তাদের উৎসবে বহু সংখ্যক ছায়াছবি মানুষকে উপহার দিতে চাই যেগুলি একইসঙ্গে চিন্তাভাবনার রসদ যোগায় শিক্ষা এবং সমাজ সচেতনতার পাঠক দেয়।

উৎসবের সূচি নিম্নরূপ

২৬ মে:  “১৯৭১-ভারতের সেরা সময়”- এই ছবিতে ১৯৭১ সালের ইন্দো – পাক যুদ্ধে ভারতের ঐতিহাসিক সামরিক বিজয়কে তুলে ধরা হয়েছে যা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। প্রত্যেক ভারতবাসীর কাছে এটি একটি অবশ্য দর্শনীয় ছায়াছবি। যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে ভারত সরকারের প্রতিটি দপ্তর চরম দক্ষতা এবং সমন্বয়ের মধ্যে দিয়ে কাজ করে ওই জয় এনে দিয়েছিল।

২৭ মে: ” বিফোর ইউ ডাই” – রাজস্থানের এক অল্পবয়সী মেয়ে কাব্য বাবার সঙ্গে উত্তরবঙ্গের মনোরম পাহাড়ি অঞ্চলে বেড়াতে এসেছিল। সেখানে তার দেখা হয় দার্জিলিং এর চা বাগানে কাজ করা কুলদীপ নামে একটি ছেলের সঙ্গে। ধীরে ধীরে সে ওই ছেলেটির প্রেমে পড়ে। কিন্তু যখন ছেলেটি তাকে প্রেম প্রস্তাব দেয় তখন তাকে ছেড়ে দিয়ে সে চলে যায়। কিন্তু কুলদীপ আশা না ছেড়ে তাকে খুঁজতে বেরোয়। এটি একটি আবেগপূর্ণ ভালোবাসাময় জীবনের গল্প।

২৮ মে: ” কুসুম কা বিহা”- এখনো মুক্তি না পাওয়া সিনেমাটি তৈরি করা হয়েছে এমন একটি সত্য ঘটনা অবলম্বনে যা প্রমাণ করে সত্যি অনেক সময় কল্পনার থেকেও অদ্ভুত।- এটি এমন একটি ছবি যেখানে দেখানো হয়েছে মানুষের দৃঢ় সংকল্প চরিত্র সমস্ত বাধা বিপদ থেকে অতিক্রম করতে সক্ষম। এটা এমন

একটা গল্প যেখানে সমাজের দরিদ্রতম মানুষটির কোভিড পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে।- তুলে ধরা হয়েছে বিহার এবং ঝাড়খন্ড দুই রাজ্যের চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার কথা।

২৯ মে: ” ট্রান্সফার অফ পাওয়ার” – ২০০ বছরের ব্রিটিশ শাসক থেকে মুক্তি পাওয়ার কাহিনী শোনাবে এই ছবি। ওই সময়ের প্রকৃত কিছু ফুটেজ এবং নির্ভরযোগ্য নানা উপাদানের মধ্যে দিয়ে দর্শকেরা ওই সময়ে পৌঁছে যাবেন এবং সাক্ষী থাকবেন দেশের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা ক্রমের।

৩০ মে: ” ইন্দিরা”- এই তথ্যচিত্রে দুর্মূল্য কিছু ফুটেজের মধ্যে দিয়ে দেশের সেই নেত্রীর কথা তুলে ধরা হয়েছে যিনি দেশকে এগিয়ে দিয়ে গেছেন ভবিষ্যতের দিকে। বিবিসি তাঁকে শতকের শ্রেষ্ঠ নারী হিসেবে উল্লেখ করেছে এবং টাইপ ম্যাগাজিন তাঁকে স্থান দিয়েছে গত শতকে বিশ্বের ১০০ জন শক্তিশালী মহিলার তালিকায়।

আইলিড ফিল্মস উৎকৃষ্ট মানের চলচ্চিত্র নির্মাণে লাগাতার নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই চলচ্চিত্র উৎসব আমাদের ব্যতিক্রমী এবং সমাজকে ভাবনার রসদ যোগানো কিছু গল্প বলার প্রচেষ্টার প্রতি নিষ্ঠার অভিজ্ঞান। চলচ্চিত্র প্রেমী, সমালোচক, এই জগতের পেশাদার ব্যক্তি, ছাত্র-ছাত্রী অভিভাবক সবাইকেই আমরা ২৬ শে মে থেকে ৩০ শে মে পর্যন্ত আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *