বিজেপি প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দিতে বাধার অভিযোগ তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেন।আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সমগ্র রাজ্যে একদিনে।খবর সম্প্রচার হতেই রাতের মধ্যেই রাজনৈতিক দল গুলি দেওয়াল লিখন সহ অন্যান্য কর্মসূচি শুরু করে দেন।ঘোষনার পরদিনই মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ থেকে শুরু।সেই মোতাবেক বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকায় তৃনমূল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল গুলি মনোনয়ন পত্র জমা করে বলে খবর।দ্বিতীয় দিনে মনোনয়ন পত্র জমা করতে যাবার পথে তৃনমূল কতৃক বাধা সৃষ্টি করে বলে বিজেপির অভিযোগ। ঘটনটি ঘটেছে বোলপুর মহকুমার লাভপুর ব্লক এলাকায়।জানা যায় যে, এদিন অর্থাৎ শনিবার সকালে লাভপুর ব্লক আধিকারিক দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করতে আসে বিজেপির প্রার্থীরা।স্থানীয় বাসস্ট্যান্ড থেকে পেট্রোল পাম্পের কাছে এলে হঠাৎই আক্রমণ করে জনা তিরিশেক তৃণমূলের দুষ্কৃতি বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ।আরো বলেন লাভপুরের তৃনমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা ও মান্নান সেখের নির্দেশেই এমনটা হয়েছে। ঘটনায় আহত হয়েছে বিজেপির বেশ কয়েকজন কর্মী।
ঘটনার নিন্দা করে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন,তৃণমূল ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনকে যে ভাবে প্রহশনে পরিণত করেছিল, তার পুনরাবৃত্তি করতে চাইছে এবারেও।