তৃনমূল কংগ্রেসের নির্দল প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য আহ্বান,তৃনমূল কোর কমিটির আহ্বায়কের

Spread the love

তৃনমূল কংগ্রেসের নির্দল প্রার্থীদের পুনর্বিবেচনার জন্য আহ্বান,তৃনমূল কোর কমিটির আহ্বায়কের

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশকিছু নতুনত্ব কর্মসূচি গ্রহণ করা হয়।যার মধ্যে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জীর নব জোয়ার কর্মসূচি অন্যতম।পাশাপাশি প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের পরিকল্পনা, পরিচালনা নিয়মিত চলছিল।সেই সাথে অভিষেক ব্যানার্জীর নব জোয়ার কর্মসূচির মাধ্যমে বুথস্তর থেকে তথা বুথ সভাপতিদের ভোট দানের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী মনোনীত করা হয়।যদিও এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে বিশৃঙ্খলা।বেড়েছে গোষ্ঠী কোন্দলের ছাপ। যার প্রেক্ষিতে দলীয় প্রার্থীর নাম প্রকাশে বিলম্ব।টিকিট না পেয়ে অনেক জায়গায় তৃনমূল কর্মীদের মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল।আগামী ২০ জুন রয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।সেই হিসেবে আজ রবিবার বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে করে দলীয় নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানান।রবিবার, জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃনমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, “তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মনোনয়ন প্রত্যাহার করার আবেদন জানাই। কেউ দলীয় শৃঙ্খলা ও মূল্যবোধের উর্ধ্বে নয়।” তিনি আরও জানান,”নবজোয়ার কর্মসূচির মাধ্যমে জেলা জুড়ে প্রার্থী বাছাইয়ে বুথের কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।”তিনি এও বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা মোতাবেক দলীয় সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় যে ঘোষণা করেছেন সেটা আমাদের জেলার ক্ষেত্রে ও আমরা বার্তা পৌঁছে দিলাম। নির্দল প্রার্থী হিসেবে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবে, তাদের জন্য দলের দরজা বন্ধ থাকবে, সে যত বড়ো নেতা হোন না কেন। এই বলে দলীয় নির্দল প্রার্থীদের কঠোর বার্তা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *