জোরপূর্বক বামেদের নমিনেশন তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভাতারের বলগোনা অঞ্চলের ৬৭ নম্বর বুথে সিপিআইএমের প্রার্থী নমিতা দাসকে পঞ্চায়েত ভোটে নমিনেশন তোলার জন্য প্রার্থী ও তার স্বামীকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা । বাম প্রার্থী নমিতা দাসের অভিযোগ পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দেওয়ার পরেই প্রতিনিয়ত তার শ্বশুরবাড়ির প্রতি বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছিল তৃণমূল কংগ্রেস সমর্থকরা । প্রাণে মেরে দেওয়ারও হুমকি আসছিল । এই হুমকি, চরমতম পর্যায়ে পৌঁছালে প্রার্থীর দুই সন্তানের জীবন হানির আশঙ্কায় জোরপূর্বক তৃণমূল কর্মীদের সাথে নমিনেশন তোলার জন্য রওনা দেয় । বাম নেতৃত্বরা এই বিষয়ে খবর জানতে পেরেই ভাতারের ভূমশোর বাসস্ট্যান্ড থেকে তৃণমূল কর্মীদের হাত থেকে প্রার্থীকে নামিয়ে নিয়ে তার আত্মীয়র বাড়িতে পাঠায় । এই ঘটনার পরেই তৃণমূল নেতৃত্বরা আরও বেশি চড়াও হয় । প্রার্থীর শশুর মাধাই দাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় চরমহেনস্থার পাশাপাশি প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ করে প্রার্থীর স্বামী প্রকাশ দাস । তার আরও অভিযোগ নমিনেশন জমা দেওয়ার পরেই প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকির পাশাপাশি বংশ নির্মূল করে দেওয়ার হুমকি দেয় তৃণমূল নেতৃত্বরা । যদিও এই বিষয়ে ভাতারের ব্লক সভাপতি বাসুদেব যশ জানান, বিরোধীদের পায়ে মাটি নেই তাই এরকম অভিযোগ আনছে তারা ।