কথা দিলে বলে,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
আজ আর একবার পিছনে না তাকিয়ে
সামনে হেঁটে চলেছি,সবুজ পেরিয়ে রামধনুকে পাশে নিয়ে
গোধূলীর রঙ গায়ে মাখতে মাখতে
যেন দোল পূর্নিমায় পৌঁছে গেছি।
তোমার ভালোবাসায় শিক্ত হয়ে অনেক দিন পর
গান গাইছিলাম রবীন্দ্রনাথ থেকে দ্বীজেন্দ্রলাল বা নজরুলের।
ধ্রুবতারা আকাশ থেকে তাকিয়ে দেখছে আমার সুখের দিনলিপি
অসম্ভব মনের কাছাকাছি চলে এলো দুপুরের নাম জানা পাখি
মনের মাধুরী দিয়ে তাকে সঙ্গোপনে নিজের কাছে রাখলাম
শীতের পরশ থেকে দূরে সূর্যের কাছাকাছি থেকে
তোমাকে নিজের করে রাখতে চাই।
মনের শূন্যতা ভরিয়ে দিয়েছ নিঃস্বার্থ ভালোবাসায়
মনের গোপন দুঃখ,যন্ত্রনা থেকে মুক্তি পেতে
তোমার আঁচল এখন আমার বড়ই প্রয়োজন।।