আইইএম-এ অনুষ্ঠিত এসিএএম রক্স ২০২৫
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (আইইএম), সল্টলেক ও এসিএএম ইন্ডিয়া-র যৌথ উদ্যোগে পূর্ব ভারতে প্রথমবার অনুষ্ঠিত হল এসিএম আরওসিএস(ACM ROCS)২০২৫। একদিনের গবেষণামূলক এই অনুষ্ঠানে ৩০টিরও বেশি কলেজের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
ACM ROCS—রিসার্চ অপরচুনিটিজ ইন কম্পিউটার সায়েন্স—স্নাতক স্তরের পড়ুয়াদের কম্পিউটার বিজ্ঞান গবেষণার একটি সর্বভারতীয় উদ্যোগ।রেসপনসিবল এআই, কোয়ান্টাম কম্পিউটিং, ৫জি প্রযুক্তি, ক্রিপটোলজি এবং অ্যালগরিদম ডিজাইন-এর মতো বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইআইটি খড়গপুর-এর অধ্যাপক সুদীপ মিশ্র, ড. সুদেষ্ণা কোলে,ড. অভিজ্ঞান চক্রবর্তী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্লান চক্রবর্তী ইন্ডিয়ান,স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড.অমর্ত্য মুখার্জী এবং ড. দীপশুভ্র গুহ রায়। বিশেষ সহায়তায় ছিল আইইএম-এর C2IoT।
আইইএম-এর ডিরেক্টর প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী জানান, “শিক্ষার পাশাপাশি গবেষণায় আগ্রহ তৈরি করাটাই আমাদের লক্ষ্য। এই ধরনের প্ল্যাটফর্ম ছাত্রছাত্রীদে