আসানসোলে মিশন হাসপাতালের এক সেন্টারের উদ্ধোধন করেন মন্ত্রী মলয় ঘটক
কাজল মিত্র,
:-আসানসোলের ভগৎ সিং মোড়ে মিশন হাসপাতালের এক সেন্টারের উদ্ধোধন করলেন মন্ত্রী মলয় ঘটক।এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে এই এই কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমাত্মা নন্দজী মহারাজ, ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর, আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী সুদেষ্ণা ঘটক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।