কুম্ভ মেলার পুন্যার্থীদের ভুয়ো রিপোর্ট, তদন্তে হরিদ্বার ডিএম
মোল্লা জসিমউদ্দিন টিপু,
গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উত্তরাখণ্ড রাজ্যে হরিদ্বার, দেরাদুন, তেহরি জেলায় কুম্ভ মেলায় লক্ষ লক্ষ পুন্যার্থীদের সমাগম ঘটেছিল।পরবর্তী সময়ে দেখা যায় তাদের বেশিরভাগ কোভিড পজিটিভ। অথচ মেলা ঢুকবার ছাড়পত্র হিসাবে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ছিল।উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশ ছিল – প্রতিদিন নূন্যতম ৫০ হাজার পুন্যার্থীদের কোভিড পরীক্ষা করাতে হবে। এজন্য সরকারের খরচ হয়েছিল ৯ কোটি ৪৫ লক্ষ টাকা। তবে কোভিড রিপোর্ট জালিয়াতির পর্দাফাস হয় পাঞ্চাব থেকে। পাঞ্চাবের এক ব্যক্তির মোবাইলে কুম্ভ মেলায় করোনা রিপোর্ট সংক্রান্ত ম্যাসেজ আসে।অথচ ওই ব্যক্তির দাবি – তিনি কুম্ভ মেলার আশেপাশেই ছিলেন না।তাছাড়া তিনি কোথাও কোভিড পরীক্ষা করাননি।তাই তার লালারস সংগ্রহে থাকার প্রশ্নই ওঠে না।বিষয়টি তিনি আইসিএমআর কে তথ্যসহ ইমেল করেন। সেখানে তার দাবি ছিল – কেউ তার আধার কার্ড এবং মোবাইল নাম্বার জালিয়াতি করে এই কাজ করেছে। বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে উত্তরাখণ্ড রাজ্য সরকার কে জানানো হয়। এরপর হরিদ্বারের ডিএম সি রবিশঙ্কর তিন সদস্যের এক তদন্ত কমিটি গড়েন। সেখানে এক বেসরকারি ল্যাবের জালিয়াতি উঠে আসে। এরপর সরকারের অনুমোদন প্রাপ্ত ১৪ টি এবং কুম্ভ মেলা কমিটির অনুমোদন প্রাপ্ত ১০ টি সর্বমোট ২৪ টি ল্যাবের সম্পূর্ণ তথ্য তলব করা হয়েছে জেলা প্রশাসনের তরফে ।