দুয়ারে ডাক্তার শিবির, দুবরাজপুর এলাকায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুবরাজপুর ব্লক প্রশাসন ও দুবরাজপুর গ্রামীন হাসপাতাল এবং সিউড়ি সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুয়ারে ডাক্তার শিবির অনুষ্ঠিত হয় দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের কলুশীর্ষা নামক এক প্রত্যন্ত গ্রামে। উল্লেখ্য রাজ্য সরকারের দুয়ারে সরকার, দুয়ারে রেশনের ন্যায় দুয়ারে ডাক্তার কর্মসূচি চালু করা হয়।যাহা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষজন নিজেদের এলাকায় এক ছাদের তলায় সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা যেন পেতে পারে তারিই বন্দোবস্ত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে কাউন্সিলিং এর মাধ্যমে জেলা সদর সহ সরকারি অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে যেন সুচিকিৎসা পায় এবং সুস্থ হয়ে ওঠে তার লক্ষ্যে মূলত দুয়ারে ডাক্তার কর্মসূচি।আজকে দুয়ারে ডাক্তার শিবিরটি অনুষ্ঠিত হয় দুবরাজপুর ব্লক তথা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রামে।হাতের নাগালের মধ্যে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে স্বভাবতই এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। এদিন সিউড়ি সদর হাসপাতাল এবং দুবরাজপুর গ্রামীন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল ছিলেন চিকিৎসকের টেবিলে।শিবিরে অস্থি বিভাগ, শিশু বিভাগ, চক্ষু বিভাগ এবং সাধারন মেডিসিন বিভাগের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। তাছাড়াও ব্লাড প্রেশার, ব্লাড সুগার টেস্ট করা হয়।সেইসাথে চিকিৎসা করাতে আসা সমস্ত ব্যাক্তিদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় বলে জানান দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল। দুয়ারে ডাক্তার শিবিরে ২৫০ জনের বেশি মানুষজন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এদিন দুয়ারে ডাক্তার শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মীর সহেল শাখাওয়াত, দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।