রাইপুর দুর্গোৎসব কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির।
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:-প্রকৃতির রোসানলে দুর্গাপুজো।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই উৎসবকে ম্লান করে দিতে চাইছে প্রকৃতি। প্রতিদিন বৃষ্টিতে প্যান্ডেল তৈরীর কাজ থমকে। লক্ষ লক্ষ টাকা খরচা করে যে থিমের পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে। পুজোর উদ্যোক্তাদের মাথায় হাত পড়েছে। এরই মাঝে বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চমীর শুভলগ্নে আলোলিকা হসপিটাল এর সহযোগিতায় রাইপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় রাইপুর কোপারেটিভ সোসাইটি হল ঘরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ।শিবিরে দুই শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করিয়েছেন এদের মধ্যে ৪০ জনেরও বেশি মানুষের চোখের ছানি পড়েছে বলে জানা গেছে। তাদের বিনামূল্যে আলোলিকা নার্সিংহোমে চক্ষু ছানি অপারেশন করা হবে বলে জানান আলোলিকা কর্তৃপক্ষ। চক্ষু পরীক্ষা করতে আশা মধু রাজক আশালতা সাহু ,বিমলা রজক, সুখচাঁদ বাস্কেরা বলেন পূজার সময় এরকম একটা সুযোগ পেয়ে আমরা অনেক খুশি হলাম। আমাদের এখানে চোখের ডাক্তার সেভাবে কেউ নেই, তাছাড়া আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পারলাম। যাদের চোখের ছানি হয়েছে তাদের বিনামূল্যে অপারেশন করে দেবেন ডাক্তার বাবুরা সে কথা বললেন শুনে খুব খুশি হলাম।। পুজো উদ্যোক্তাদের মধ্যে তপন দাস, বিশ্বজিৎ ঘোষাল, রানা চ্যাটার্জি, নকুল দাস, শান্তনু মিশ্র ,বাপুজি চ্যাটার্জী ,রা বলেন পঞ্চমী দিন থেকে একাদশীর দিন পর্যন্ত আমাদের পুজো অনুষ্ঠানের পাশাপাশি নানান সামাজিক কাজকর্ম রয়েছে। আজ তার সূচনা হলো চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে। বৃষ্টি উপেক্ষা করে দুই শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করিয়েছেন। তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হচ্ছে। আমরা কৃতজ্ঞ আলোলিকা চক্ষু হসপিটালের বিশিষ্ট ডাক্তার অনুপ মন্ডলের কাছে। পুজো কমিটি পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আলোলিকা চক্ষু হাসপাতালে সহযোগিতায় প্রতি ছয় মাসে একবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হবে।