আনন্দম উৎসব
প্রণব ভট্টাচার্য, কলকাতা:-
‘বন্ধু এক সখার’ উদ্যোগে আনন্দম উৎসব আয়োজিত হল কলকাতার বিড়লা মিউজিয়ামে। যেখানে বেশ কিছু দরিদ্র ছাত্র-ছাত্রীদের বস্ত্র উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী অর্পিতা মুখার্জি, অভিনেতা ঈশান মজুমদার, রনজয় বিষ্ণু প্রমুখ । উল্লেখ্য সামাজিক -সাংস্কৃতিক সংস্থা হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছে এই সংস্থা।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, আমাদের অনেক সময় শুনতে হয় একটা জামা দিয়ে আর কি হবে! এই প্রজেক্ট তো সাসটেনেবল প্রজেক্ট নয়। কিন্তু ২০১০ সালে সাসটেনেবেল প্রজেক্ট- এই শব্দটাই বাংলাতে ছিল না। যখন আমরা সামাজিক সংগঠন তৈরি করেছিলাম এই শব্দ মানুষের অজানা ছিল। ২০১৪ সালের পর থেকে এটি পরিচিতি পায়। ঝাড়খন্ড, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গার শিশুদের সঙ্গে কলকাতার শিশুদের গুলিয়ে ফেললে চলবে না। এই সমস্ত জেলার অধিকাংশ শিশুর কাছে দুর্গাপুজোর অষ্টমীর কোন গুরুত্ব নেই। কিন্তু এই উৎসবের সময় একটা নতুন জামার গুরুত্ব আছে। সেই কারণে এই কাজটাকে আরও বড় করে এগিয়ে নিয়ে যাবার কথা ভাবছি।আজকে যে শিশুরা এসেছে তাদের অনেকের গায়েই ভালো জামা নেই। কিন্তু এরা কলকাতাতেই থাকে। তাহলে আপনাদের বুঝতে হবে ঝাড়গ্রামের আদিবাসী অঞ্চলের শিশুদের কি অবস্থা ।আজ এই শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার উদ্দেশ্যে আমরা মিলিত হয়েছি।এটি একটি প্রতিকি সূচনা মাত্র।