দাদা তুই ছিলি তাই
পিংকি দাস,
জানিস দাদা…..
আজ আমার আর নেই যে ভয়,
আর নেই যে মনে কোনো সংশয়।।
তুই যে আছিস আমার সনে,
দেখব আমি পৃথিবীর আলো দুই নয়নে।।
জানিস দাদা……
আমি যদি আসতাম একা,
হত না যে আমার পৃথিবী দেখা।।
আমি যে কন্যা ভ্রুণ তাই আমি জন্ম নিলে,
আমায় দিত যে ফেলে সবাই মিলে।।
জানিস দাদা…..
সবাই যে বলেছিল মাকে,
জন্ম দিও এক বংশধরকে।।
আমায় যে কেউ চায়না,
আমায় দিয়ে যে বংশ রক্ষা হয় না।।
জানিস দাদা…..
ভাগ্যি ভালো তুই এসেছিস আমার সনে,
তাইতো আমায় নিল সবাই যে মেনে।।
না হলে যে আমায় সবাই মিলে,
দিত যে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে।।