সেখ নিজাম আলম
জাতীয় বিজ্ঞান মনষ্কতা দিবস কাঁকসায়। জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উপলক্ষে পানাগড় বাজার রেলপার,পানাগড় বাজার, কাঁকসা হাটতলা,ডাকবাংলো এলাকায় আজ সকাল থেকে করোনার বিরুদ্ধে প্রচার কর্মসূচি পালন করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র ও কাঁকসার বিজ্ঞান কর্মীরা আজ মাক্স বিলি,বৃক্ষ রোপণ ও পথসভা করেন। ডাক বাংলোর পথসভায় বক্তব্য রাখেন রামপ্রণয় গাঙ্গুলী। এ’ছাড়াও বক্তব্য রাখেন অরুনকিরন চট্টোপাধ্যায়,ডাঃতাপস ভৌমিক,অধ্যাপক শুভেন্দু কর্মকার প্রমুখ। কুসংস্কার বিরোধী স্বরচিত কবিতা পাঠ করেন পরেশ ঘোষ।