আমিরুল ইসলাম,
আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে বেসরকারি কলেজ।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অভিরামপুরের স্বতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের তরফে দ্বারিয়াপুরে ডোকরা শিল্পীদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন। গত ২৩ শে মার্চ লক ডাইন ঘোষনার হওয়ার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পরে। খুদ্র মাঝারি শিল্প এমনকি ঠিকা কাজও বন্ধ হয়ে যায় লক ডাইনের জেরে।এমন অবস্থায় মধ্য এলাকার মধ্যবিত্ত ও কিছু নিম্ন শ্রেনীর কিছু মানুষ আর্থিক দৈনতার মধ্যে দিনযাপন করছেন।তাই আউশগ্রাম 2 নম্বর ব্লকের অভিরামপুরের স্বতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের তরফে মঙ্গলবার আউশগ্রামের দ্বারিয়াপুরে ডোকরা শিল্পীদের খাদ্যসামগ্রী, সাবান ও মাস্ক বিলি করা হয়।
সংস্থার তরফে মলয় পীট জানান, এদিন ১২০টি শিল্পী পরিবারকে খাদ্যসামগ্রী, সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়। আগামীতেও ওই সমস্ত শিল্পীদের পাশে থাকবো।