দশবছর ধরে গাছ লাগিয়ে যাচ্ছেন শিক্ষক সোমনাথ গুপ্ত

Spread the love

সেখ সামসুদ্দিন

বৃক্ষের টানে বৃক্ষ বন্ধু সোমনাথ গুপ্ত দশ বছর ধরে বৃক্ষ রোপন করে চলেছেন। হাটগোবিন্দপুর এম সি উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক তথা সাইকোলজিস্ট সোমনাথ গুপ্ত আদি বাস কুসুমগ্রাম হলেও বর্তমানে বর্ধমান কালনা গেটের বাসিন্দা। উনি ২০১০ সাল থেকে প্রতি বছর জুলাই মাস ভর গাছ রোপন ও গাছের চারা প্রদান করেন। বনদপ্তরের সহযোগিতায় ও ব‍্যক্তিগত উদ্যোগে গাছের চারা সংগ্রহ করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ প্রতিষ্ঠানে এই কাজ করেন। এইবারও পয়লা জুলাই থেকে আউশগ্রাম এলাকার বিভিন্ন স্কুল দিয়ে এই কাজ শুরু করেন। ১৭ জুলাই মহিলা পরিচালিত হিয়ার মাঝে সংস্থার মাধ‍্যমে বেশ কিছু বৃক্ষরোপণ করেন। আগামী সপ্তাহে বেগুট হৈরো গ্রামে এই কর্মসূচি চলবে। এবারে টার্গেট রেখেছেন পাঁচ হাজার গাছের চারা রোপণের বলে জানান সোমনাথবাবু। তিনি আরও জানান পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *