আমিরুল ইসলাম
ভাতার বাজারে একটি দোকানে রেশনের মাল মজুদ। খবর পেয়ে হানা দিল ভাতার থানার পুলিশ, এলাকায় চাঞ্চল্য।
বর্তমানে করোনা ভাইরাসের জন্য সরকার ফ্রিতে রেশনের চাল, আটা, গম দিচ্ছে।
কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ গরিব মানুষকে ভুল বুঝিয়ে সেই রেশনের মাল কিনে নিচ্ছেন এবং তারা সেই মাল চড়াদামে বিক্রি করছেন বিভিন্ন বাজারে।
সেই খবর ভাতার থানার পুলিশের কাছে আসতেই পুলিশ আজ হানা দেয় ভাতার বাজারে একটি দোকানে সেখান থেকে 23 বস্তা চাল গম ও আটা আটক করেছে ভাতার থানার পুলিশ পাশাপাশি অসাধু ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পায় ভাতার বাজারে একটি দোকানে রেশনের মাল মজুদ আছে।সেই খবর পেয়ে দোকানে পুলিশ হানা দেয়। সেখান থেকে 23 বস্তা চাল, আটা ও গম আটক করেছে পুলিশ এবং এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
এই মাল কোথা থেকে কিভাবে এল তদন্ত করে দেখছে ভাতার থানার পুলিশ।